Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাংগঠনিক কাঠামো

প্রাইমারি টিচার্স ট্রেনিং সেন্টার (PTI) বা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট-এর সাংগঠনিক কাঠামো (Organizational Structure) নির্ধারিত রয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (NAPE) ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায়। প্রতিটি জেলা পর্যায়ে একটি PTI রয়েছে এবং এর নেতৃত্ব ও প্রশাসন একটি নির্দিষ্ট কাঠামোর অধীনে পরিচালিত হয়।


🏢 প্রাইমারি টিচার্স ট্রেনিং সেন্টার (PTI)-এর সাংগঠনিক কাঠামো

. Superintendent (সুপারিনটেনডেন্ট প্রধান নির্বাহী

  • PTI-এর প্রধান কর্মকর্তা
  • প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের সর্বোচ্চ দায়িত্বে নিয়োজিত

. Assistant Superintendent (সহকারী সুপারিনটেনডেন্ট)

  • প্রিন্সিপালকে সহায়তা করেন একাডেমিক ও প্রশাসনিক কাজের ক্ষেত্রে
  • অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন

. Instructor (ইন্সট্রাক্টর)

  • বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানকারী শিক্ষকগণ
  • বিষয়ভিত্তিক যেমন বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ইত্যাদি

. Assistant Instructor (সহকারী ইন্সট্রাক্টর)

  • ইন্সট্রাক্টরদের সহায়তায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা
  • প্রশিক্ষণ উপকরণ প্রস্তুত ও ক্লাস পরিচালনায় সহায়তা

. Administrative Staff (প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী)

  • অফিস সহকারী
  • হিসাব সহকারী
  • স্টোর কিপার
  • লাইব্রেরিয়ান
  • টেকনিক্যাল সহকারী (ICT টেক)
  • পরিচ্ছন্নতা ও নিরাপত্তা কর্মী

. Residential Support (আবাসিক কর্মকর্তা)

  • প্রশিক্ষণার্থীদের আবাসন ও দৈনন্দিন আবাসিক কার্যক্রম তদারকি

🧩 অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান:

  • NAPE (National Academy for Primary Education): PTI-এর কার্যক্রম তদারকি, প্রশিক্ষণ নীতিমালা প্রণয়ন ও মডিউল উন্নয়ন।
  • DPE (Directorate of Primary Education): নিয়োগ, বাজেট, অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি বিষয়ে সার্বিক দায়িত্ব পালন করে।

📝 মন্তব্য:

  • প্রতিটি PTI-তে গড়ে ১২–২০ জন স্টাফ কাজ করেন, যার মধ্যে বেশিরভাগই প্রশিক্ষণ সংশ্লিষ্ট।
  • কিছু PTI-তে ICT ল্যাব, মডেল ক্লাসরুম, লাইব্রেরি ও আবাসিক হোস্টেল সংযুক্ত থাকে।