"প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট" (PTI)–এর সাম্প্রতিক কার্যক্রম ও কার্যক্রমের ধরন —
সকল PTI-তে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ১০ মাস মেয়াদী পরিমার্জিত ডিপিএড (BTPT) কোর্স শুরু হয়েছে।
পাশাপাশি ২০২৫ সালের জানুয়ারি–এপ্রিল ইন্টার্নশিপ কার্যক্রম চালানো হচ্ছে ।
PTI-তে ডিজিটাল স্মার্ট ক্লাসরুম, Wi‑Fi, সিসি ক্যামেরা, ও ইন্টার্যাক্টিভ হোয়াইটবোর্ডসহ অত্যাধুনিক ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে ।
আইসিটি (ICT in Education) কোর্স ও অনলাইন পাঠদানের ব্যবস্থা চালু আছে ।
বিভিন্ন বিষয়ের ToT (Trainer of Trainers) প্রশিক্ষণ (যেমন বাংলা, গণিত, বিজ্ঞান, ইংরেজি) তিন থেকে ছয় দিনের অংশে PTI-তে অনুষ্ঠিত হয় ।
চাহিদাভিত্তিক সাব‑ক্লাস্টার প্রশিক্ষণ PEDP‑3 কর্মসূচির আওতায় আয়োজন করা হচ্ছে, যেখানে URC ও উপজেলা অফিসারদের মাধ্যমে নির্বাচিত বিষয়বস্তুে ট্রেনিং দেওয়া হয় ।
PTI-তে প্রশিক্ষণার্থীদের অনুশীলনী শ্রেণী পাঠদান এবং Action Research কার্যক্রম পরিচালনা করা হচ্ছে মানবিক ও শিক্ষণ-সম্পর্কিত ছোট সমস্যা সমাধানে ।
PTI-র কর্মকর্তারা জেলা ও উপকূলীয় অঞ্চলের স্কুল, URC‑গুলো নিয়মিত পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় ফিডব্যাক পাঠিয়েছে ।
PTI‑তে ২০২৪ সালের জুনে Annual Performance Agreement স্বাক্ষর করে Vision–Mission সহ বাস্তবায়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ।
বিভাগ | গত কার্যক্রম |
---|---|
BTPT প্রশিক্ষণ | ১০ মাস মেয়াদী পরিমার্জিত BTPT পরিচালনা |
ICT ও ডিজিটাল অবকাঠামো | ডিজিটাল ল্যাব, Wi‑Fi, স্মার্ট ক্লাসরুম প্রতিষ্ঠা |
প্রশিক্ষণ কার্যনির্বাহী | ToT, লিডারশিপ ও সাব‑ক্লাস্টার প্রশিক্ষণ |
অনুশীলনী পাঠদান | Action Research ও ক্লাসরুম অনুশীলন |
মনিটরিং ও মূল্যায়ন | জেলা এবং উপজেলা পর্যায়ে পরিদর্শন ও রিপোর্টিং |
PTI গুলোর সাম্প্রতিক কার্যক্রমগুলো অন্তর্ভুক্ত করছে প্রশিক্ষণ কোর্স আধুনিকায়ন, ICT‑ভিত্তিক প্রশিক্ষণ বৃদ্ধি, লিডারশিপ ও ট্রেনার প্রস্তুতি, এবং ক্ষেত্র পর্যায়ের মনিটরিং ও ফিডব্যাক পরিচালনা—যেগুলো Vision 2041 ও প্রাথমিক শিক্ষার লক্ষ্যমাত্রার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস