প্রাইমারি টিচার্স ট্রেনিং সেন্টার (PTI)–এর প্রশিক্ষণ কার্যক্রমকে আরও গঠনমূলক, যুগোপযোগী ও ফলপ্রসূ করার জন্য নিচে কিছু বাস্তবভিত্তিক ও নীতিগত পরামর্শ দেওয়া হলো:
বর্তমান পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে BTPT/DPEd কোর্স আপডেট করা প্রয়োজন।
বাস্তবমুখী, শিশু-কেন্দ্রিক ও কার্যকর পদ্ধতিভিত্তিক প্রশিক্ষণ মডিউল তৈরি করা উচিত।
ডিজিটাল শিক্ষা, সামাজিক-সংবেদনশীল শিক্ষা (SEL), ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপাদান সংযুক্ত করা জরুরি।
ট্রেইনার (Instructor)-দের জন্য রিফ্রেশার কোর্স ও বিদেশি প্রশিক্ষণের সুযোগ দেওয়া।
প্রয়োজনে জাতীয় বা আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষকদের মাধ্যমে মাস্টার ট্রেইনার গঠন।
প্রতিটি PTI-তে আধুনিক কম্পিউটার ল্যাব ও ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে।
প্রশিক্ষণার্থীদের “শিক্ষক বাতায়ন”, “মুক্তপাঠ”, Google Classroom ইত্যাদির কার্যকর ব্যবহার শেখানো উচিত।
ডিজিটাল কনটেন্ট তৈরি ও উপস্থাপনার ওপর বিশেষ ক্লাস থাকা প্রয়োজন।
প্রশিক্ষণের একটি অংশ হিসেবে শিক্ষকরা যেন বাস্তব শ্রেণিকক্ষভিত্তিক Action Research করেন।
এ জন্য গবেষণার সঠিক গাইডলাইন ও পরামর্শদাতা নির্ধারণ করা প্রয়োজন।
আবাসিক প্রশিক্ষণের মান উন্নয়ন: নিরাপত্তা, খাবারের মান, হোস্টেল ব্যবস্থাপনা ইত্যাদি।
প্রশিক্ষণার্থীদের মানসিক চাপ কমাতে বিনোদন, স্বাস্থ্য, কাউন্সেলিং সুবিধা প্রদান করা।
ক্লাস পারফরম্যান্স, অ্যাসাইনমেন্ট, প্রকল্পভিত্তিক মূল্যায়নের পাশাপাশি লিখিত পরীক্ষার কার্যকর মিশ্রণ করা।
ট্রেইনার ও প্রশিক্ষণার্থীদের পারস্পরিক ফিডব্যাক ভিত্তিক মূল্যায়ন চালু রাখা।
প্রশিক্ষণের পরবর্তী সময়ে বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের বাস্তব কাজে ব্যবহারের ওপর পর্যবেক্ষণ চালানো।
URC বা UEO’র মাধ্যমে প্রশিক্ষণ-পরবর্তী সহায়তা নিশ্চিত করা।
প্রশিক্ষণ চলাকালীন ও শেষে অনলাইনে ফিডব্যাক ফর্ম চালু রাখা।
শিক্ষকদের গোপনীয়ভাবে মতামত প্রকাশের সুযোগ দেওয়া।
জাতীয় পর্যায়ে PTI গুলোর তৈরি প্রশিক্ষণ কনটেন্ট, মডিউল, ভিডিও একত্রে সংরক্ষণের জন্য একটি অনলাইন লাইব্রেরি তৈরি করা।
বিশেষ প্রশিক্ষণার্থীদের উদ্ভাবনী শিক্ষা পদ্ধতি, টুলস বা কনটেন্ট তৈরিতে উৎসাহিত করে পুরস্কার বা স্বীকৃতি প্রদান।
PTI-তে প্রশিক্ষণের মানোন্নয়নের জন্য এই পরামর্শগুলো বাস্তবায়ন করলে শিক্ষকগণ আরও দক্ষ, আত্মবিশ্বাসী ও আধুনিক শিক্ষা পদ্ধতিতে পারদর্শী হয়ে উঠবেন, যা সরাসরি প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস