প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (PTI)
ঠিকানা: চাঁদকাঠি, ঝালকাঠি সদর, ঝালকাঠি
(সাধারণভাবে ঝালকাঠি শহরের কাছাকাছি — জেলা শহরের কেন্দ্র থেকে প্রায় ১–২ কিমি দূরে)
বাসে যাত্রা:
গাবতলী/সায়েদাবাদ/মাওয়া রুট থেকে ঝালকাঠি/বরিশালগামী বাস ধরতে হবে।
জনপ্রিয় বাস: Sakura Paribahan, Hanif, Eagle, Green Line (AC) ইত্যাদি।
সময় লাগে প্রায় 6–8 ঘণ্টা (রাতে গেলে সকালে পৌঁছানো যায়)।
বাস থেকে নেমে রিকশা/অটোতে PTI যাওয়া যায়।
লঞ্চে যাত্রা (ঢাকা → বরিশাল → ঝালকাঠি):
সদরঘাট থেকে বরিশালগামী লঞ্চে চড়ে বরিশাল পৌঁছাতে হয় (১০ ঘণ্টা)
সেখান থেকে বাস/মাইক্রোবাসে ঝালকাঠি (১ ঘণ্টা)
ঝালকাঠি শহর থেকে রিকশা বা অটো রিকশায় PTI
ঝালকাঠিতে সরাসরি ট্রেন নেই, তবে ঢাকা → খুলনা/বরিশাল/ভাণ্ডারিয়া ট্রেনের মাধ্যমে আংশিক যাত্রা করে বাসে ঝালকাঠি আসা যায়।
রিকশা/অটো রিকশা:
শহরের যেকোনো জায়গা থেকে চাঁদকাঠি এলাকার দিকে যেতে বললেই চালক PTI পর্যন্ত পৌঁছে দেবে।
ভাড়া: ২০–৩০ টাকা (অবস্থান অনুযায়ী)
Google Maps এ সার্চ করুন:
🔍 PTI Jhalokathi
বা Primary Teachers Training Institute, Jhalokathi
➡️ আপনি সহজেই লোকেশন, রোড দিকনির্দেশনা ও রুট পেয়ে যাবেন।
ফোন নম্বর/ইমেইল: সাধারণত স্থানীয় শিক্ষা অফিস বা PTI অফিস থেকে পাওয়া যায়।
স্থানীয় প্রাথমিক শিক্ষা অফিসেও যোগাযোগ করলে সঠিক তথ্য পাওয়া যাবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস